
২১শে ফেব্রুয়ারী শুধু একটি দিবসই নয়, স্বকীয় মহিমায় উদ্ভাসিত একটি চেতনা এবং একটি ঐতিহ্যের নাম। যে নামটি আমরা লালন করব হাজার, লক্ষ্ ও কোটি বছর। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন হল "আন্তজার্তিক মাতৃভাষা দিবস"। বিশ্বের ১৮৮টি দেশ বাঙালির অর্জন ও অহংকার "অমর একুশ" কে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে। যুগ যুগ ধরে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবীতে বাঙালির মহান আত্মত্যাগ ও বীরগাঁথা বিভিন্ন দেশে গুরুত্ব সহকারে আলোচনা ও গবেষণা হবে।২১শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবস হবার কারণে বিশ্ববাসী জানতে চাইবে আমাদের জীবনাচার, সামাজিক মুল্যবোধ। জানতে চাইবে আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, জীবনবোধ, দর্শনসহ অনেক কিছু। শুধু বাংলাভাষা নয় আমদের পুরো দেশটাকেই বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে অমর একুশ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed