Windows7 কে আপনি সম্পূর্ণ বাংলাই করতে
পারবেন । এটি মাক্রসফট এর একটি বাংলা ইন্টারফেস। এর মাধ্যমে আপনি আপনার
কম্পিউটারকে অতি সহজে বাংলাই রুপান্ত্রিত করতে পারবেন । তাহলে আসুন কাজে
আসি ।
প্রথমে এই লিংক হতে ৩২ বিট এবং ৬৪ বিট অনুযায়ী LIP_bn-BD-32bit.mlc টি ডাউন করে নিন ।
next বাটন এ কিল্ক করুন ।
তারপর ” I accpet the licence terms” এ ক্লিক করে নেক্ট দিন । ইন্সটল প্রক্রিয়া শুরু হবে । অপেক্ষা করুন ।

ইন্সটল প্রক্রিয়া শেষ হলে বাংলা সিলেক্ট করে “log off: এ কিল্ক করুন । এবং পিসি আবার রান করুন । দেখুন আপনার কম্পিউটারটি পুরাপুরি বাংলাই হয়ে গিয়েছে ।
কি বিশ্বাস হচ্ছে না ?? তাহলে নিচের স্ক্রীনসট গুলো দেখেন ।
তাহলে আর দেরী কেন ? :পি এখনি বাংলা করে ফেলুন আপনার windows 7 কে ।
ধন্যবাদ ।
প্রথমে এই লিংক হতে ৩২ বিট এবং ৬৪ বিট অনুযায়ী LIP_bn-BD-32bit.mlc টি ডাউন করে নিন ।
| ডাউনলোডএর পর ফাইলটি ওপেন করুন ওপেন করলে নিচের মত আসবে । |
ইন্সটল প্রক্রিয়া শেষ হলে বাংলা সিলেক্ট করে “log off: এ কিল্ক করুন । এবং পিসি আবার রান করুন । দেখুন আপনার কম্পিউটারটি পুরাপুরি বাংলাই হয়ে গিয়েছে ।
কি বিশ্বাস হচ্ছে না ?? তাহলে নিচের স্ক্রীনসট গুলো দেখেন ।
ধন্যবাদ ।

0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed