যেখানে প্রযুক্তি প্রেমীরা তাকিয়ে আছে iPhone 5, Samsung s3 বা s4 এবং SONY XPERIA-Z এর দিকে, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে স্মার্টফোন এর কাতারে আধিপত্য বিস্তার করলো সিম্ফোনি। অনেকদিন ধরেই Symphony বাংলাদেশের বাজারে স্বল্প মূল্যের ও অত্যাধুনিক ফিচার সমন্বিত স্মার্টফোন সরবরাহ করে নিত্য নতুন প্রযুক্তির সাথে বাংলাদেশের তৃনমূল মানুষকে পরিচয় করিয়ে দিয়ে আসছে। বেসিক, মাল্টিমিডিয়া, কোয়েট্রি, ফুল টাচ, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদির উন্মোচন করে প্রযুক্তিকে মানুষের সাধ্যের মাঝে নিয়ে এসেছে চাইনিজ এই ব্র্যান্ডটি।
সিম্ফোনি W-80
গুগলের সারা জাগানো মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সমন্বয়ে বাজারে আসছে ডবলু সিরিজের সিম্ফোনি অ্যান্ড্রয়েড ফোন W80 W90। সিম্ফোনির প্রথম অ্যান্ড্রয়েড ফোন W5 এর তুমুল জনপ্রিয়তার পর পর্যায়ক্রমে বাজারে আসলো W50 এবং W60 । এরই ধারাবাহিকতায় এবং W50, W60 এর রেশ কাটতে না কাটতেই Symphony নিয়ে আসছে W সিরিজ এর আরও দুটো স্মার্টফোন।
প্রথমবারের মতো আয়োজিত স্মার্টফোন মেলা “স্মার্টফোন এক্স-পো ২০১৩”-তে সিম্ফনির স্টলে W80 ও W90 উন্মোচন করেছে। আশা করা যাচ্ছে Symphony র এই দুটি স্মার্ট ফোন এই দেশের অ্যান্ড্রয়েড বাজার মাতাবে। চলুন দেখা যাক দুটি সেটের ফিচারগুলি-
ডিসপ্লে: W80সাইজ: ৪.৩ ইঞ্চি ফুল টাচ স্ক্রিন(ক্যাপাসিটিভ)
রেজুলেশন: 800×480 পিক্সেল
ডিসপ্লে: W90
সাইজ: ৫ ইঞ্চি ফুল টাচ স্ক্রিন (ক্যাপাসিটিভ)
রেজুলেশন: (WVGA)৪৮০×৮০০পিক্সেল
মাল্টি টাচ: আছে (৫ আঙ্গুলে কাজ করবে)
ক্যামেরা: W80 ও W90 একই সুবিধা সমন্বিত
৫ মেগাপিক্সেল প্রাইমারি (অটো-ফোকাস)
০.৩ মেগাপিক্সেল সেকেন্ডারি
উভয় সেট দিয়েই ভিডিও রেকর্ডিং করা যাবে।
প্রথমবারের মতো আয়োজিত স্মার্টফোন মেলা “স্মার্টফোন এক্স-পো ২০১৩”-তে সিম্ফনির স্টলে W80 ও W90 উন্মোচন করেছে। আশা করা যাচ্ছে Symphony র এই দুটি স্মার্ট ফোন এই দেশের অ্যান্ড্রয়েড বাজার মাতাবে। চলুন দেখা যাক দুটি সেটের ফিচারগুলি-
ডিসপ্লে: W80সাইজ: ৪.৩ ইঞ্চি ফুল টাচ স্ক্রিন(ক্যাপাসিটিভ)
রেজুলেশন: 800×480 পিক্সেল
ডিসপ্লে: W90
সাইজ: ৫ ইঞ্চি ফুল টাচ স্ক্রিন (ক্যাপাসিটিভ)
রেজুলেশন: (WVGA)৪৮০×৮০০পিক্সেল
মাল্টি টাচ: আছে (৫ আঙ্গুলে কাজ করবে)
ক্যামেরা: W80 ও W90 একই সুবিধা সমন্বিত
৫ মেগাপিক্সেল প্রাইমারি (অটো-ফোকাস)
০.৩ মেগাপিক্সেল সেকেন্ডারি
উভয় সেট দিয়েই ভিডিও রেকর্ডিং করা যাবে।
Simphony- W80
নেটওয়ার্ক: W80 ও W90 একই সুবিধা সমন্বিত
2জি নেটওয়ার্ক: GSM 900 / 1800
3জি নেটওয়ার্ক: HSPA 2100
W80 দিয়ে ভিডিও কল না করা গেলেও W90 দিয়ে করা যাবে।
SIM: W80 ও W90
Dual SIM (dual stand-by)
সাউন্ড ও মেমোরি: W80 ও W90 একই সুবিধা সমন্বিত
3.5 mm অডিও জ্যাক
ইন্টারনাল: রম 4জিবি, র্যাম 512 মেগাবাইট
এক্সটারনাল: মাইক্রো এসডি, ৩২ জিবি সাপোর্টেড
2জি নেটওয়ার্ক: GSM 900 / 1800
3জি নেটওয়ার্ক: HSPA 2100
W80 দিয়ে ভিডিও কল না করা গেলেও W90 দিয়ে করা যাবে।
SIM: W80 ও W90
Dual SIM (dual stand-by)
সাউন্ড ও মেমোরি: W80 ও W90 একই সুবিধা সমন্বিত
3.5 mm অডিও জ্যাক
ইন্টারনাল: রম 4জিবি, র্যাম 512 মেগাবাইট
এক্সটারনাল: মাইক্রো এসডি, ৩২ জিবি সাপোর্টেড
সিম্ফোনি W-90
কানেক্টিভিটি: W80 ও W90 একই সুবিধা সমন্বিত
জিপিআরএস, ইডিইজি ওয়াইফাই 802.11 ওয়াইফাই হটষ্পট, ব্লু টুথ ভার্সন 3.0 সাথে A2DP ইউএসবি
অপারেটিং সিষ্টেম:W80
অ্যান্ড্রয়েড 4.0 আইসক্রিম স্যান্ডউইচ
প্রসেসর: ডুয়েলকোর 1.2 গিগাহার্জ
অপারেটিং সিষ্টেম: W90
অ্যান্ড্রয়েড 4.0 আইসক্রিম স্যান্ডউইচ
প্রসেসর: ডুয়েলকোর 1 গিগাহার্জ
অন্যান্যঃ W80 ও W 90 একই সুবিধা সমন্বিত
সেন্সর: প্রক্সিমিটি সেন্সর, এক্সিলারেটর সেন্সর
মেসেজিং, এফএম রেডিও, মাল্টিমিডিয়া
ব্যাটারি W80- Li-Ion 1800mAh
ব্যাটারি W90- Li-Ion 2100mAh
জিপিআরএস, ইডিইজি ওয়াইফাই 802.11 ওয়াইফাই হটষ্পট, ব্লু টুথ ভার্সন 3.0 সাথে A2DP ইউএসবি
অপারেটিং সিষ্টেম:W80
অ্যান্ড্রয়েড 4.0 আইসক্রিম স্যান্ডউইচ
প্রসেসর: ডুয়েলকোর 1.2 গিগাহার্জ
অপারেটিং সিষ্টেম: W90
অ্যান্ড্রয়েড 4.0 আইসক্রিম স্যান্ডউইচ
প্রসেসর: ডুয়েলকোর 1 গিগাহার্জ
অন্যান্যঃ W80 ও W 90 একই সুবিধা সমন্বিত
সেন্সর: প্রক্সিমিটি সেন্সর, এক্সিলারেটর সেন্সর
মেসেজিং, এফএম রেডিও, মাল্টিমিডিয়া
ব্যাটারি W80- Li-Ion 1800mAh
ব্যাটারি W90- Li-Ion 2100mAh
Simphony- W90
যেহেতু এটা আপকামিং প্রোডাক্ট সুতরাং এর দাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে Symphony W80 বাজারে আসতে পারে বলে জানা যায়।
তুলনামূলক আলোচনাঃ ভিডিও কল করার সুযোগটি W80 তে নাই কিন্তু W90 দিয়ে ভিডিও কল করা যাবে। ডিসপ্লে W80 থেকে W90 বড়। প্রসেসর W80 তে বেশী। র্যাম ও রোম দুটোরই সমান। ব্যাটারি W80 থেকে W90 এ বেশী ক্ষমতা সম্পন্ন। তবে একটা দিকে খেয়াল করা উচিত ছিল তা হল র্যাম মাত্র ৫১২ মেগাবাইট যা বেশ কম। র্যাম ১ গিগাবাইট হলে ভালো হতো। আশা করা যাচ্ছে দুটো সেট এর দাম ১১০০০ টাকা থেকে ১৩৫০০ টাকার মধ্যে থাকবে।

0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed