এয়ারটেল থেকে আনলিমিটেড ফ্রী SMS পাঠান......।।


(পিসি বাংলাদেশ)

আসসালামালাইকুম
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। বলেছিলাম ফেসবুক পেইজে লাইক দিলে এয়ারটেল এর ফ্রী এসএমএস পোস্ট দেব।অনেকে লাইক দিয়েছেন তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।আর  কথা বাড়াব না মূল কথায় আসি।
  আমরা যারা স্টুডেন্ট যারা কোন ইনকাম করি না,  টাকা খরচ করে এসএমএস পাঠাতে যাদের কষ্ট হয় এই টিউনটি তাদের জন্য ।
এটা একটি ওয়েব সার্ভিস , আপনি মোবাইল ব্যবহার না করেই শুধুমাত্র নেট থেকে এসএমএস করতে পারবেন যত খুশি । 
এর জন্য আপনার একটি এয়ারটেল সিম থাকতে হবে ।
প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন
একটি পেজ আসবে যার ডানে মাঝের দিকে লগিন বক্স পাবেন ।
নিচের ছবিটি লক্ষ করুন ।
login page
আপনার যদি এয়ারটেল (পূর্বের ওয়ারিদ) এর ওয়েব এ রেজিস্টার করা থাকে তাহলে আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন ,
না থাকলে ক্রিয়েট প্রোফাইল এর ডানে click here এ ক্লিক করে আপনার প্রোফাইল ক্রিয়েট করে নিন ।
  • click here এ ক্লিক করলে যে পেজ আসবে সেখানে আপনার এয়ারটেল নং বসিয়ে submit এ ক্লিক করুন  (আপনার দেয়া মোবাইল নং এ একটা একটিভেশন কোড আসবে )।
  • নতুন যে পেজ আসবে সেখানে একটিভেশন কোড ও পাসওয়ার্ড বসিয়ে submit এ ক্লিক করুন ।
ব্যাস আপনার প্রোফাইল তৈরি শেষ ।
এরপর আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড বসিয়ে লগিন করুন ।
নতুন পেজ এ কিছু অপশন পাবেন । নিচের ছবিটি দেখুন ।
এরপর নিচের মত একটা পেজ পাবেন । নং অনুসারে কাজ করুন ।
সেন্ড বাটন চাপার পর নিচে একটি কনফার্মেশন চেকবক্স পাবেন ।
চেক করে continue  চাপুন ।
ব্যাস এসএমএস চলে যাবে। Message Sent লেখা আসবে ।
আপনি এভাবে যত খুশি এসএমএস পাঠাতে পারবেন যে কোন এয়ারটেল নং এ ।
তো শুরু করে দিন মেসেজিং ।
এবার এফএনএফ চেঞ্জ করার পালা ।
এসএমএস পাঠানোর সময় খেয়াল করলে দেখতে পাবেন বাম পাশে কিছু অপশন আছে । তার মধ্যে থেকে Friends and Family অপশন এ ক্লিক করুন।
নিচের মত পেজ আসবে ।
এফএনএফ ডিলিট করতে বক্স এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।
আর অ্যাড করতে অ্যাড বাটন চাপুন ।
এছাড়া আপনি এয়ারটেল এর যে কোন সার্ভিস অ্যাক্টিভ/ডিঅ্যাক্টিভ করতে পারবেন ।
সবচেয়ে মজার ব্যাপার হল আপনি আপনার এসএমএস ও কল এর লগ দেখতে পারবেন এমনকি আপনার Recharge History ও দেখতে পারবেন !!!!!!!
কেমন লাগল জানাবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ