যত খুশি বড় করুন আপনার ছবি নো ফাটাফাটি !!!!!

আজকাল আমাদের সবার মোবাইলেই ক্যামেরা আছে যা দিয়ে আমরা প্রায় সব সময়ই ছবি তুলি। কিন্তু অনেক সময় জুম করার জন্য বা ক্যামেরার রেজুলেশন কম হওয়ার জন্য আমাদের অনেক সুন্দর ছবি ওয়াশ করতে পারি না বড় করে। বড় করে ওয়াশ করতে গেলে ছবি ফেটে যায়। তাই এ সমস্যার সমাধানের জন্য আপনারা একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেটা দিয়ে যে কোন ছবি যত খুশি বড় করুন, ছবি ফাটবে না। আবার আপনারা চাইলে যেকোন ছবির কিছু অংশ ক্রোপ করে বড় করতে পারেন।
সফটওয়্যারটি Windows XP, 2000, 2003, Vista, 7 যে কোন অপারেটিং এ ব্যবহার করতে পারবেন। এবং এই সফটওয়্যারটির প্লাগইন নিচের সফটওয়্যারের সাথেও ব্যবহার করতে পারবেন।
  • Adobe Photoshop version 7, CS, CS2, CS3, and CS4 (32-bit)
  • Adobe Photoshop Elements
  • Corel Paint Shop Pro Photo XI
  • Corel Paint Shop Pro X
  • Corel PHOTO-PAINT
সফটওয়্যারটি পৃথিবির সবচেয়ে বড় প্রযুক্তি S-Spline Max Algorithm ব্যবহার করে আপনার ছবিকে বড় করে। তাই কোন ফাটাফাটির ব্যপার নাই।
সফটওয়্যারটির নাম PhotoZoom Pro 3
PhotoZoom Pro 3
PhotoZoom Pro 3
সফটওয়্যারটির ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
পাসওয়ার্ড : mehedi.com.bd
এবং আপনার যেকোন ছবি এখনি বড় সাইজ করে নিন।
সফটওয়্যারটি ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ