শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের স্মার্টফোন মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ সময় উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম, মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, “স্মার্টফোনকে আরও সহজলভ্য করতে হবে। স্মার্টফোনের জন্য বাংলা কনটেন্ট তৈরিতে বিনিয়োগে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বাংলা কনটেন্ট বাড়ালে এটি আরও জনপ্রিয় হবে।”
তথ্যমন্ত্রী আরো বলেন, “শেখ হাসিনার দুই অবদান হলো- যুব সমাজের হাতে বই তুলে দেয়া ও তথ্য প্রযুক্তির সাথে পরিচিত করা। উন্নয়ণের মহাসড়কে এই দুটি বিষয় বাংলাদেশকে এগিয়ে নেবে। যারা এর বিপক্ষে কথা বলেন তারা দেশকে অন্ধকারে রাখতে চান।”
আগামী ২ বছরের মধ্যে যারা তথ্যপ্রযুক্তি নিয়ে জ্ঞান রাখবেন না, তারা পিয়নের চাকরি পাবারও যোগ্যতা রাখবেন না বলে মন্তব্য করেন তিনি। এখন র্স্মাটফোন, ট্যাবলেট ও ল্যাপটপের যুগ উল্লেখ করে তিনি বলেন, “মানুষ ক্রমাগত উন্নতি করছে। আগামী ১০ বছরের মধ্যে ডেস্কটপের ব্যবহার কমে যাবে।”
সংবিধানে ইন্টারনেটের অধিকারের প্রসঙ্গে তিনি বলেন, “দেশবাসীকে আহবান জানাবো তারা যাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পাবার অধিকার নিয়ে সোচ্চার হন। খাদ্য অধিকার ও ইন্টারনেট পাবার অধিকার সবার আছে। শুল্কনীতি নিয়ে ভাবতে হবে। তথ্যপ্রযুক্তির উপকরণে শুল্ক প্রত্যাহার করে নেয়া উচিত।”
এবারের স্মার্টফোন এক্সপোতে স্যামসাং, সিম্ফনি, আসুস সহ সব ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় থাকছে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহারও রয়েছে।
অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইসের মহাসমারোহের পাশাপাশি অ্যাপলের স্মার্টফোন “আইফোন” ও ট্যাবলেট ডিভাইস “আইপ্যাড” নিয়েও মেলায় অংশ নিচ্ছে কিছু প্রতিষ্ঠান। এসব স্টলে নকিয়া, এইচটিসিসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের সব হ্যান্ডসেটও পাওয়া যাবে।
আজ (১১ জানুয়ারি) থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হল তিন দিনের ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে আয়োজিত এটি দেশের ১ম মেলা। এ মেলা আয়োজন করেছে মেলা ও সম্মেলন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’।
মেলার সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এবিসি রেডিও, ট্রন, আজকের ডিল, এখনি ডটকম, বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম, সময় টিভি।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে কোন প্রবেশমূল্য রাখা হয় নি।

0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed