মাত্র ১ ক্লিকে লাইক করুন ফেইসবুকের সবকিছু!

ফেইসবুক হোম পেইজে থাকা আপনার বন্ধুদের সব স্ট্যাটাস মাত্র এক ক্লিকে লাইক করতে পারলে কেমন হোত? নিশ্চয় দারুন! এর জন্য একটি গ্রিজমাঙ্কি স্ক্রিপ্ট রয়েছে। এটার জন্য কম্পিউটার এ ফায়ারফক্স ইন্সটল করা থাকতে হবে। অনেকেই হয়তো আগে থেকেই গ্রীজমাঙ্কি প্লাগইনটি ব্যবহার করছেন। না করে থাকলে ফায়ারফক্স এ ঢুকে Greasemonkey (164 KB) Add-on টা ডাউনলোড করে ইন্সটল করুন এবং ফায়ারফক্স restart করুন। এরপর এই এড্রেস টা তে যান। এর পর নিচে দেখান ছবিটার মত একটা “install”  লেখা দেখতে পাবেন। সেটাতে ক্লিক দিন…
“install” লেখাটাতে ক্লিক দেওয়ার পর একটা উইন্ডো ওপেন হবে। সেখানেও একটা “install” লেখা দেখতে পাবেন যেটা ২~৫ সেকেন্ডের ভিতরেই সক্রিয় হবে নিচে দেখান ছবির মতন…
এখন সেই “install” লেখাটিতে ক্লিক দিন। ব্যাস, কাজ শেষ। আরেকবার ফায়ারফক্স থেকে বের হয়ে ঢুকুন। এরপর ফেইসবুক এ ঢুকলে হাতের বাম পাশে একটা মেনু দেখতে পাবেন নিচে দেখানো ছবির মতন…
এরপর ফেসবুক এ লগিন করুন এবং উপভোগ করুন এক ক্লিক-এ একটা পেজ এর সব কিছুতে like দেওয়া… 
NB: উপরের দেখানো “like all status” … না আসলে কম্পিউটার একবার Restart দিয়ে চালু করুন আর উপভোগ করুন, ১ ক্লিক এ সবকিছুতে Like দেওয়া… 
c8kPr

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ